প্রবোধ দাস, পুরুলিয়া: তপশিলি জাতি উপজাতি জাতি সংরক্ষণ তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার, এমন অভিযোগে ধিক্কার জানিয়ে পুরুলিয়ার কাশীপুর ব্লক বাউরী সমাজের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল আয়োজন করা হয় রবিবার।
এই মিছিল শুরু হয় কাশীপুর রাজবাড়ীর কাছ থেকে, যা শহর পরিক্রমা করে কাশীপুর হাটে মোড়ে এসে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন রঘুনাথপুর মহকুমা বাউরী সমাজের সম্পাদক শান্তনু বাউরী, কাশিপুর ব্লক বাউরী সমাজের সভাপতি রাকেশ বাউরী, ও কর্মী কমল বাউরি সহ অনেকে।
পরে সাংবাদিদের মুখোমুখি হয়ে রাকেশ বাউরী বলেন, “কেন্দ্রীয় সরকার এসসি, এসটিদের সংরক্ষণ তুলে দিতে চাইছে। আমরা এর ধিক্কার জানাই। আমরা এর প্রতিবাদ জানাই। এছাড়াও বাউরী সমাজের একাধিক উন্নয়ন নিয়ে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করতে হবে। তা না হলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। “

অপরদিকে শান্তনু বাউরী বলেন, “আমরা আমাদের জাতির উন্নয়নের জন্য নানান দাবিদাওয়া রেখেছি সরকারের কাছে, রাজ্য সরকার অনেকটা সহযোগিতা করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের বঞ্চনা করছে। তাই আমরা এই ধিক্কার মিছিলের আয়োজন করেছি।”
সংগঠনের কমল বাউড়ি বলেন, “কেন্দ্রীয় সরকার আমাদের উপর নানান ভাবে অত্যাচার শুরু করেছে। এমনকি আমাদের রিজার্ভেশন কোটা সেটাও তুলে দিতে চাইছে। আমরা সেটা হতে দেব না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”




Be First to Comment