অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার সকালে আসানসোল জেলা হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ( সিএমওএইচ ) ডা. ইউনুস খান। এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল ও আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস সহ অন্যরা।
আসানসোল জেলা হাসপাতালের সহযোগিতায় জেলার ওয়ান স্টপ সেন্টার, এদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিল। জেলাশাসকের উপস্থিতিতে মহিলা পুলিশ, হাসপাতালের নার্স ও মহিলা স্বাস্থ্যকর্মীরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর এক অনাথ আশ্রমের মহিলা আবাসিকরা সংগীত পরিবেশন করেন ।
জেলাশাসক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মহিলারা নিজেদের স্বনির্ভর করে তুলেছেন । সামরিক ক্ষেত্রেও মহিলাদের ভূমিকা অগ্রগণ্য, এছাড়াও বিজ্ঞান জগত থেকে শুরু করে কর্পোরেট জগতেও মহিলাদের ভূমিকা অনস্বীকার্য।
বর্তমানে মহিলাদের নিরাপত্তা জনিত আইন কঠোর থেকে কঠোরতর করা হয়েছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহঃ ইউনুস বলেন, নির্যাতিত মহিলাদের চিকিৎসার জন্য ওয়ান স্টপ সেন্টার করা হয়েছে। শুধু তাই নয় মহিলাদের যদি কোনও অভিযোগ করার থাকে তার জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
Be First to Comment