Press "Enter" to skip to content

লোকসভা ভোটের আগে জয়নগর থানার পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ১

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : লোকসভা ভোটের আগে পুলিশের ধরপাকড় চলছে। আর জয়নগর থানার পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র -সহ ধৃত এক।

শুক্রবার ধৃতকে পাঠানো হয় বারুইপুর মহকুমা আদালতে। ভোটের আগে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাছে পুলিশ।বৃহস্পতিবার রাতে জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নির্দেশে এসআই শান্তনু বিশ্বাস ও এএসআই সুকুমার হালদার-সহ পুলিশের বিশেষ টিম তল্লাশি চালাচ্ছিল। তাদের নজরে আসে জয়নগর থানার বাগচি গোবিন্দপুর এলাকায় এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি। আর তখনই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে তাঁর কাছ থেকে একটি ওয়ান সাটার উদ্ধার হয়। আর তাঁর পরেই তাকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে পুলিশ বৃহস্পতিবার রাতে।

ধৃতের নাম সরিফুল সরদার, বাড়ি জয়নগর থানার ঢোষা চন্দনেশ্বর পঞ্চায়েতের বাগচী গোবিন্দপুর গ্রামে। সে এই বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে কার জন্য অপেক্ষা করছিল। কে এই আগ্নেয়াস্ত্র নিতে আসছিল, কতদিন ধরে এই বেআইনি অস্ত্র নিয়ে কারবার করছিল, সে সব কিছু জানার চেষ্টা করছে পুলিশ।

ধৃতকে শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ভোটের আগে পুলিশের ধরপাকড় এই ভাবেই চলবে বলে পুলিশ সূত্রে জানা গেল।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *