দুর্ঘটনার কবলে পড়া গাড়ি। ইনসেটে মৃত মলয় সেনগুপ্ত। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : শনিবার বিকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল দুর্গাপুরের মেনগেট এলাকায়। বেপরোয়া গতিতে আসানসোলের দিক থেকে দুর্গাপুরের দিকে আসা একটি চারচাকা গাড়ি ১৯ নম্বর জাতীয় সড়কের মেনগেট ওভারব্রিজের নিচে রেলিং ভেঙে সার্ভিস রোডে ঢুকে পড়ে।
শনিবার বিকালে এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের মেনগেট এলাকায়। সার্ভিস রোডে থাকা একটি বাইককেও ধাক্কা মারে দুমড়ে-মুচড়ে যাওয়া ওই চারচাকা গাড়িটি।

পুলিশ সূত্রে খবর, ওই বাইকটি আবার সামনে আরো একটি চার চাকা গাড়িকে ধাক্কা মারে। বেপরোয়া গতিতে থাকা চারচাকা গাড়িটির চালকের পাশে বসে থাকা দুর্গাপুর সুভাষপল্লীর বাসিন্দা মলয় সেনগুপ্তর (৪৯ বছর) ওরফে রাজু’র মৃত্যু হয়। ওই চারচাকা গাড়িতে থাকা বাকি তিনজনের মধ্যে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের তড়িঘড়ি ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরে দুর্গাপুর সিটিসেন্টারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এ ছাড়াও বেপরোয়া গতিতে থাকা ওই চারচাকা গাড়িটি রেলিং ভেঙে সার্ভিস রোডে যে বাইকটিকে ধাক্কা মারে সেই বাইকে থাকা দুজনের মধ্যে একজনের হাত ও একজনের পা ভেঙেছে বলে জানা গেছে । তাদেরকেও পুলিশ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই চারজন যাঁরা চার চাকা গাড়িতে ছিলেন তাঁরা কোনও এক ব্যাঙ্কের কাজে যুক্ত ।
আসানসোল থেকে অফিসের কাজ সেরে তাঁরা দুর্গাপুরে ফিরছিলেন ।
বেপরোয়া গতিতে থাকা এই চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কাদারোড থেকে মেনগেট পর্যন্ত ১৯ নম্বর জাতীয় সড়কে যে ওভার ব্রিজ রয়েছে, তাতে মেনগেটের ওভার ব্রিজের নিচে রেলিং ভেঙ্গে পাশের সার্ভিস রোডে গাড়িটি ঢুকে পড়ে।
এখন প্রশ্ন হল, কী কারণে এই দুর্ঘটনা ? অনেকে মনে করছেন, স্টিয়ারিং লক হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা? না অন্য কোনও কারণ রয়েছে ? বিষয়টি খতিয়ে দেখছে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ।
মৃত ব্যক্তি মলয় সেনগুপ্ত সুভাষপল্লির একজন কর্মঠ যুবক ছিলেন । তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, বৃদ্ধা মা এবং ১৭ বছরের এক পুত্র ।

শনিবার সন্ধ্যায় সুভাষপল্লির প্রচুর মানুষ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে যান । হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত দেহ ময়নাতদন্ত করার পর আজ রবিবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।




Be First to Comment