প্রবোধ দাস, পুরুলিয়া: বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আর কালী মন্দিরে পুজো দিয়ে ভোটপ্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতো।
আজ, বুধবার পুরুলিয়া শহরে সকাল থেকেই তৃণমূল নেতা- কর্মীদের উৎসাহ দেখা গিয়েছে। কালী মন্দিরের আগে গণেশ মন্দির ও পরে সূর্য মন্দিরে সদলবলে পূজো দেন তৃণমূল প্রার্থী। কুড়মি সম্প্রদায়ের গড়াম স্থান, রাঁচি রোডে অবস্থিত একটি চার্চে যান তিনি। এ বারের ভোটে জয় নিশ্চিত দাবি তাঁর।
শান্তিরাম মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আজ থেকে নির্বাচনী প্রচার শুরু করলাম, পুরুলিয়া জেলার বিভিন্ন ধর্মীয় স্থানে ও মন্দিরে গিয়ে পুজো দিয়ে শুভ আরম্ভ করলাম।”
তিনি আরও বলেন, “জয়ের ব্যাপারে ২০০ শতাংশ নিশ্চিত। কারণ আমরাই সব সময় মানুষের সঙ্গে থাকি এবং পাশে থাকি।। আর যিনি বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন, তিনি এর আগে মানুষের ভোটে জয়লাভ করল মানুষের জন্য কিছু করেননি। বরঞ্চ তিনি মানুষকে বঞ্চনা করেছেন। পাঁচ বছরে তাঁর টিকিটাও দেখা যায়নি, আর এখন আবার টিকিট পেয়ে, ইধার-উধার ঘোরাঘুরি করছেন। ভাবছেন মানুষ ভুলে যাবে। কিন্তু পুরুলিয়ার মানুষ শিক্ষিত সচেতন মানুষ তাই মানুষ বুঝে গেছে আর আপনার ছবি দেখিয়ে কোনো কাজ হবে না। আমরা মানুষের সেবায় প্রতি মুহূর্ত কাজ করে চলেছি।”
Be First to Comment