Press "Enter" to skip to content

কলকাতা হাইকোর্টের অনুমতি, হামলার প্রতিবাদে পাণ্ডবেশ্বরে মিছিল ও ধিক্কার সভা সংগ্রামী যৌথ মঞ্চের

পাণ্ডবেশ্বর : সংগ্রামী যৌথ মঞ্চ এবার কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বুধবার পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরে মিছিল ও ধিক্কার সভা করল সংগ্রামী যৌথ মঞ্চ।

গত ১৬ মে এই পাণ্ডবেশ্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ঠিক সময়ে বেতন দেওয়া, রান্নার খরচ প্রতি মাসে দেওয়া, অহেতুক হয়রানি বন্ধ করা, সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করে ও প্রতিকার চেয়ে সিডিপিও দফতরের স্মারকলিপি জমা দিতে যায় সংগ্রামী যৌথ মঞ্চ। আর সেই স্মারকলিপি জমা দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের মদদপুষ্ট একদল দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছিলো। এই ঘটনায় আহত হয়েছিলেন ১৬ জন।

সেই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানা এলাকায় প্রতিবাদ মিছিল ও ধিক্কার সভা করার অনুমতি চাইলেও পুলিশের পক্ষ থেকে সেই মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। এরপর সংগ্রামী যৌথ মঞ্চ পুলিশের বাধা কাটিয়ে উঠতে হাইকোর্টের দ্বারস্থ হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার বিচারক তাদেরকে মিছিল করার অনুমতি দেন। তবে তা সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রেখে করতে হবে বলে বিচারক নির্দেশ দিয়েছিলেন।সেই অনুমতি পেয়ে বুধবার সমস্ত নিয়ম ও নির্দেশ মেনে বেলা বারোটা থেকে পাণ্ডবেশ্বর রেলস্টেশন থেকে প্রতিবাদ মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চ। পাণ্ডবেশ্বর বাজার হয়ে পাণ্ডবেশ্বরের ফুলবাগান কোলিয়ারি সংলগ্ন দুর্গা মন্দিরের কাছে এসে সেই মিছিল শেষ হয়। তারপর সভা হয়। এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

তিনি সেদিনের সেই হামলার বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।ভাস্করবাবু ক্ষোভের সঙ্গে বলেন, এই রাজ্য সরকারের মেয়াদ বেশি দিন আর নেই। মনে রাখতে হবে, রাজ্যটা এখনো চোর ডাকাতদের মুক্তাঞ্চলে পরিনত হয়নি। আইনের শাসন এখনো আছে। আমাদের লড়াই চলছে, চলবে। সরকারি কর্মচারীরা এখানে আন্দোলন করছেন। মনে রাখতে হবে, সরকারি কর্মচারীদের সঙ্গে লড়াই করে কোনও সরকার টিকে থাকতে পারেনি। এই সরকারও যে ধুলিসাৎ হবে, তার জন্য ৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন।

প্রসঙ্গত, আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফল বেরোবে। সেই ফল বের হলেই সব ঠান্ডা হয়ে যাবে ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *