Press "Enter" to skip to content

সিএএ কার্যকর সারা দেশে, পুরুলিয়ায় আবির মেখে উচ্ছ্বাস বিজেপির

প্রবোধ দাস, পুরুলিয়া: এই রাজ্য-সহ সারা দেশে সিএএ লাগু হওয়ায় আবির মেখে উচ্ছ্বাস প্রকাশ করল পুরুলিয়া জেলা বিজেপি। চলল মিষ্টি মুখ।

মঙ্গলবার, পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে জমায়েত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নামে জয়ধ্বনি দেন বিজেপি নেতা-কর্মীরা। মিষ্টি মুখ করান পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। ছিলেন জেলা সভাপতি বিবেক রাঙা-সহ অন্যান্য সংগঠকরা।

এই দিন প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন,” সিএএ লাগু হওয়ার জন্য আমরা আজ আনন্দ উৎসব করছি, সারা বিশ্বে এই আইন লাগে হচ্ছে এবং পশ্চিমবঙ্গ এ আইন কার্যকর থাকবে”।

তিনি সাংবাদিদের প্রশ্নে আরো বলেন, “কোনো মুখ্যমন্ত্রীর কথায় এই আইন বন্ধ হবে না, কারো দম থাকলে এটা বন্ধ করে দেখাক। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যা বলেন তা করেন, মোদীজি কা গ্যারান্টি। আর তৃণমূল কংগ্রেসের নেতাদের বলছি আপনারা যারা এই আইনটি জানেন না আপনারা ভালো করে জেনে নেন। এই আইন মানুষের পক্ষে আইন, আপনারা ভুল বুঝালো কিছু হবেনা আগে আইন জানুন তারপরে বিরোধিতা করবেন”।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *