Press "Enter" to skip to content

বার্নপুর সেল আইএসপি-র প্রথম উদ্যোগ, কারখানার ঠিকা কর্মীদের ৮০ পড়ুয়া সন্তানকে মেধা পুরস্কার

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানা কর্তৃপক্ষ প্রথম বারের মতো ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভাল একাডেমিক পারফরম্যান্সের জন্য কর্মরত চুক্তি কর্মীদের ৮০ জন সন্তানকে মেধা পুরস্কার দিল। সম্প্রতি এই পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, এই প্রথম এই ধরনের পুরস্কার দেওয়া শুরু হলো ইস্কো কারখানা কতৃপক্ষের তরফে। এই পুরস্কার দেওয়ার জন্য চুক্তি ভিত্তিক বা ঠিকা কর্মীদের সন্তানদেরকে পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি, দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণিতে ভালো একাডেমিক পারফরম্যান্সের ভিত্তিতে চারটি বিভাগে নির্বাচিত করা হয়।

এর জন্য মোট ১৭৯ জনের আবেদন জমা পড়েছিলো। তার মধ্যে মধ্যে থেকে বাছাই করা হয় ৮০ জনকে। বার্নপুরের ভারতী ভবনে হওয়া এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কন্ট্রাক্টার ওয়ার্কার বা চুক্তি ভিত্তিক ঠিকা কর্মীরা সেল আইএসপি বা ইস্কো কারখানার উৎপাদন প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। এটি মাথায় রেখে কারখানার ডিআইসি বা ডিরেক্টর ইনচার্জ বিপি সিংয়ের পরামর্শ এবং নির্দেশে তাদের সন্তানদের জন্য মেধা পুরস্কার শুরু করা হলো।

এই শিশুদের মধ্যে প্রথম প্রজন্ম যারা সঠিক শিক্ষা লাভ করে, এই পুরস্কার তাদের শিক্ষাগত পথ বেছে নেওয়ার ক্ষেত্রে তাদের এবং তাদের পিতামাতার প্রচেষ্টাকে স্বীকৃতি দেবে।

পুরস্কার হিসেবে একটি শংসাপত্র ছাড়াও পঞ্চম শ্রেণিতে ভাল একাডেমিক পারফরম্যান্সের জন্য ১০০০ টাকা, অষ্টম শ্রেণীর জন্য ২৫০০ টাকা, দশম শ্রেণীর জন্য ৪০০০ এবং দ্বাদশ শ্রেনীর জন্য ৫০০০ টাকা পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে। যা জমা করা হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে।

এই পুরস্কার প্রদান অনুষ্ঠান বিপি সিং, ডিআইসি (বার্নপুর এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট), সুরজিৎ মিশ্র, ইডি (প্রকল্প), অভীক দে, ইডি (এমএম), মনীশ রাজ গুপ্ত, ইডি (ওয়ার্কস), ইউপি সিং, ইডি (এইচআর) , সিএমও ইনচার্জ ডাঃ সুশান্ত সিনহা, ইউনিয়নের প্রতিনিধি ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন৷

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *