কোলফিল্ড টাইমস সংবাদদাতা: বার্নপুর গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি বার্নপুরের পক্ষ থেকে সর্দার সুরেন্দ্র সিংহের নেতৃত্বে এক প্রতিনিধি দল হিরাপুর থানায় শনিবার একটি স্মারকলিপি দেওয়া হয়।
এই বিষয়ে কমিটির সদস্য পরমজিৎ সিং বলেন, বিজেপির রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার সম্প্রতি কলকাতায় কোনও কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে। যখন তাকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি তার চটি খুলে ফেলে দেন। এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যায় যে, সেই চটি সেখানে কর্তব্যরত একজন শিখ পুলিশ অফিসারের পাগড়িতে পড়েছে।
পরমজিৎ সিং বলেন, পশ্চিমবঙ্গে বারবার শিখদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। এর আগেও একজন বিজেপি নেতা শিখদের খালিস্তানি বলেছিলেন। এবার এই ঘটনা ঘটেছে। এভাবেই বিজেপি নেতারা বারবার শিখদের অনুভূতিতে আঘাত করছেন। যা সহ্য করা যায় না । এর বিরুদ্ধে হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেন, খুব শীঘ্রই আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের কাছেও লিখিত অভিযোগ করা হবে।




Be First to Comment