প্রবোধ দাস, পুরুলিয়ার: গত শনিবার ছুটিতে বাড়ি এসেছিলেন ৬৫ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ান রাজেশ পান্ডে।তিনি কর্মকর্তা ছিলেন ওড়িশায়। জানা যায়, গত শনিবার রাত্রে তিন বন্ধু মিলে দুলমি নোডিহা এলাকায় হরিনাম সংকীর্তন শুনতে গিয়েছিলেন। তারপরে সেখান থেকে খাওয়ার জন্য পার্শ্ববর্তী একটি হোটেলের দিকে রওনা দিয়েছিলেন। টাটা – পুরুলিয়া রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ চলছে। রাস্তায় রয়েছে বিভিন্ন জায়গায় গর্ত।দীর্ঘদিন পর বাড়ি আসায় রাস্তা না বুঝতে পারে রাস্তার একটি গর্তে তাঁদের মোটরসাইকেল নিয়ে আচমকা পড়ে যান।
দুর্ঘটনায় তিনজনেই ছিটকে পড়েন রাস্তার উপর , তার মধ্যে একজন মোটরসাইকেল থেকে ঝাঁপ দিয়ে দেন, অপর দুজন আহত হন। তার মধ্যে বিএফএফ জওয়ান রাজেশ পান্ডে গুরুতর ভাবে আহত হন। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে তাঁদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।
পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থা আশঙ্কাজনক জনক থাকায় তাঁকে ঝাড়খণ্ডের রাচির একটি বেসরকারি হাসপাতালে রেফার করেন। সেই হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। আজ তাঁর মরদেহ বাড়িতে আসতেই ভেঙে পড়ে এলাকাবাসী তথা পরিবারের লোকজনেরা।

জানা যায়, তাঁর বাড়িতে রয়েছে স্ত্রী, আড়াই বছরের একটি শিশু এবং বাবা এবং মা। তাঁর মা অসুস্থ রয়েছে বলে জানা যায়।
আজ মৃতদেহটি পুরুলিয়া শিমুলিয়া শ্মশানে দাহ করা হয়, ব্যাটেলিয়নের পক্ষ থেকে দেওয়া হয় গান স্যালুট।



Be First to Comment