উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বাপু স্বেচছাসেবী সংস্থার উদ্যোগে ও প্রান্তকথা সংস্থার সহায়তায় বুধবার জয়নগর মজিলপুর জেএম টেনিং স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে লিঙ্গ বৈষম্য বিষয়ে একটি সচেতনতা মূলক শিবির হয়ে গেল। যে শিবিরে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ড. অ্যান্ড্রিউ ফ্লেমিং, বাপু সংস্থার কর্ণধার প্রতীক চৌধুরী, মজিলপুর জেএম টেনিং স্কুলের প্রধান শিক্ষক দীপংকর মণ্ডল, অরিত্র কাঞ্জিলাল,বাপ্পাদিত্য মুখোপাধ্যায়- সহ আরও অনেকে।
কেন্দ্রীয় সরকারের তরফে ১০ ডিসেম্বর ২০২০ সালে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেওয়া হয়েছে। নাগরিকত্ব দিয়েছে। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিয়েছে। তা সত্বেও এই তৃতীয় লিঙ্গের পড়ুয়ারা এখনও স্কুলে গেলে অন্য পড়ুয়াদের কাছ থেকে হেনস্থার অভিযোগ তোলে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে এরা হেনস্থার শিকার হয় বলে অভিযোগ। আর এই সম্পর্কে সমাজকে সচেতন করার লক্ষ্যে ও লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষ্যে এ দিন এই শিবিরের আয়োজন করা হয়।
এই সংস্থার উদ্যোগে জয়নগর থানা এলাকার কয়েকটি স্কুলে ইতিমধ্যে এই বিষয়ের উপর সমীক্ষা করা হয়। এ দিন ৩০ জন পড়ুয়া এই শিবিরে অংশ নিয়ে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরলে। এ দিন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার লিঙ্গ বৈষম্যের উপর সওয়াল করার পাশাপাশি এই বিষয়ের ওপর তাঁর নিজের অভিজ্ঞতা তুলে ধরলেন।
বাপুর সংস্থার কর্ণধার প্রতীক চৌধুরী ও সদস্য বাপ্পাদিত্য মুখোপাধ্যায় এই বিষয়ের তাঁদের কার্যকলাপ তুলে ধরলেন। পাশাপাশি সরকারকে এগিয়ে এসে এই বিষয়ে আরও বেশি যুব সমাজকে সচেতন করার ওপর জোর দেন।
Be First to Comment