নুনিয়া ব্রিজের নীচে নদীর জলে মৃতদেহ। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোলের দক্ষিণ থানার কালিপাহাড়ি এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের নুনিয়া নদীর ব্রিজের নীচ থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়।
বৃহস্পতিবার সকালের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অজ্ঞাত পরিচয় মৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৪৫ বছরের মতো।
জানা গিয়েছে, এ দিন সকালে আসানসোলের কালিপাহাড়ি এলাকার বাসিন্দারা ১৯ নম্বর জাতীয় সড়ক লাগোয়া নুনিয়া ব্রিজের নীচে নদীর জলে মৃতদেহ ভাসতে দেখেন। স্বাভাবিক ভাবে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
বেশ কিছুক্ষণের চেষ্টায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয় ওই মৃতদেহে সামান্য হলেও পচন ধরেছে। মৃতের কোনো পরিচয় পাওয়া যায়নি। কী করে এই মৃতদেহ ব্রিজের নীচে নদীতে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না।
পুলিশ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে।
Be First to Comment