আসানসোল : আগের দিন সন্ধ্যেবেলা থেকে নিখোঁজ থাকা এক যুবকের মৃতদেহ পরের দিন সকালে উদ্ধার হল এলাকারই পুকুর থেকে। শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল উত্তর থানার রেলপারের গুলজার পাড়ায়। মৃত যুবকের নাম মহম্মদ শামসাদ (২৫)।
এ দিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের রেলপারের গুলজার পাড়ার বাসিন্দা মহম্মদ শামসাদ নামে ওই যুবক শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। তারপর সে আর বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোকেরাও তার কোনও খোঁজ পায়নি। শনিবার সকাল ১০টা নাগাদ গুলজার পাড়ার কয়েকজন বাসিন্দা এলাকার পুকুরের জলে এক যুবককে ভাসতে দেখেন। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
এলাকার বাসিন্দারা যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে মহঃ শামসাদের বাড়ির লোকেরা এসে সেই দেহ সনাক্ত করেন।

এ দিন ময়নাতদন্তের পরে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনো ভাবে ওই যুবক পুকুরের জলে পড়ে যান। জলে ডুবে মৃত্যু হয়েছে ওই যুবকের। ময়নাতদন্তের রিপোর্ট পেলে যুবকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। ।



Be First to Comment