কুলটি: বুধবার কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত কল্যানেশ্বরী অঞ্চলের মা কালি দূর্গা নিবাস নামক এক বেসরকারি হোটেলের রুম থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।
জানা গেছে, ওই মৃত ব্যক্তির নাম প্রকাশ সিং(৫২), হিন্দুস্তান কেবেসল দেশবন্ধু পার্কের বাসিন্দা। ঘটনাস্থলে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। খবর দেওয়া হয় মৃতের পরিবারের সদস্যদের।
পরিবারের সদস্যরা জানান, কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন তা বলা মুশকিল।তবে কোনও মানসিক অবসাদ ছিলো তা বোঝা যায়নি। তিনি হোম লোনের কাজ করতেন। তাই কাজের সূত্রে বাইরে থাকতেন। তিনি শনিবার থেকে বাড়ি আসেন নি।

আজ পুলিশ ফোন করে জানান,আমরা কালি দূর্গা নামক হোটেলে এসে দেখি হোটেলের রুমে গলায় ফাঁস লাগা অবস্থায় পাওয়া গেছে।তবে এই প্রসঙ্গে হোটেলের মালিক বা কর্মচারীরা কোনও কথা বলতে চাননি।




Be First to Comment