উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বন্ধ ঘরে এক গৃহবধূর ঝুলন্ত দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জয়নগরের শ্রীপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, জয়নগর থানার শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের হাটপাড়া এলাকায় বাপের বাড়ি থেকে উদ্ধার হয় এক গৃহবধূর দেহ। ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।
মৃতের পরিবার সূত্রে জানা যায়,মৃতের শশুরবাড়ি বকুলতলা থানার তুলসিঘাটা এলাকায়।মৃতের নাম মনোয়ারা গাজী, বয়স ৩৩ বছর।তাঁর ১২ বছরের একটি কন্যা ও ৬ বছরের একটি পুত্র আছে।গত ৬ বছর ধরে সে শশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসে পারিবারিক অশান্তিতে।এর পর তাঁর স্বামী আবার অন্যথ বিবাহ করে নেয়।তাঁর পরে গ্রামের শালিসি সভার মধ্যে দিয়ে দুপক্ষের মধ্যে ডিভোর্স হয়ে যায়।তবে ছেলে ও মেয়ে তাদের বাপের কাছেই আসে।আর ইদানীং মানসিক অবসাদে ভুগছিল মনোয়ারা।
অন্যদিনের মতন মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে যায় সে।বুধবার বেলাতেও তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁর মা,কাকা সহ অন্যান্যরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে।খবর দেওয়া হয় জয়নগর থানায়।

খবর পেয়ে জয়নগর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূএে জানা গেল।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।




Be First to Comment