Press "Enter" to skip to content

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বোর্ড মিটিং, লিজ দেওয়া জমি নিয়ে কড়া পদক্ষেপের ভাবনা

আড্ডার বোর্ড মিটিং। নিজস্ব ছবি

নিজস্ব সংবাদদাতা, আসানসোল: প্রতি ত্রৈমাসিকে হওয়া আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার বোর্ড মিটিং শনিবার অনুষ্ঠিত হল সংস্থার কনফারেন্স হলে।

এই বোর্ড বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, আড্ডার সিইও আকাঙ্ক্ষা ভাস্কর, দুর্গাপুর পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন, আড্ডার দুই ভাইস চেয়ারম্যান, সেল আইএসপি, ইসিএলের প্রতিনিধি এবং অন্য আধিকারিকরা।

বৈঠক শেষে সংস্থার সিইও আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বোর্ড মিটিং প্রতি ত্রৈমাসিকে হয়। এ দিন যে বোর্ড মিটিং হয়েছে সেখানে সংস্থার জমির যে ইজারা বা লিজ দেওয়া হয়েছে, তাতে কোনো অনিয়ম পাওয়া গেলে কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়েছে।

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ আসানসোল রানিগঞ্জ খনি এলাকায় পুনর্বাসন প্রকল্পের কাজ করছে। তার জন্য রাজ্য আবাসন দফতর আবাসনগুলি তৈরি করছে। সে সম্পর্কে আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, আবাসন দফতর সেই আবাসনগুলি তৈরি করছে। যত তাড়াতাড়ি পর্যাপ্ত সংখ্যক আবাসন তৈরি করে, তারা তা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে দেবে।

তারপরে শিল্প ও বাণিজ্য ও এন্টারপ্রাইজ দফতরের অনুমতি নিয়ে সেগুলি তালিকা মতো বিলি করা হবে। তিনি আরও বলেন, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছ থেকে যারা জমি নিয়েছেন, অথচ চুক্তি অনুযায়ী কাজ করেননি, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বোর্ড সদস্যরা এ দিন আলোচনা করে সহমত পোষণ করেন।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *