অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে শনিবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই রক্তদান শিবিরে জেলার বিভিন্ন স্কুলের ৪৫ জন শিক্ষক রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, জেলা তৃনমুল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায়, আসানসোল উত্তর ব্লক ২ র সভাপতি অনিমেষ দাস, কাউন্সিলর শম্পা দা , অধীর গুপ্ত, সম্রাট ঘোষ উপস্থিত ছিলেন।
অতিথিদের উদ্যোক্তাদের তরফে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়। এই সামাজিক কাজে রক্তদানকারী শিক্ষকদেরও সম্মানিত করার পাশাপাশি তাদের এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানানো হয়। এই রক্তদান শিবিরে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে রাজীব মুখোপাধ্যায় ও গান্ধী প্রসাদ নুনিয়া শিক্ষকদের ধন্যবাদ জানান। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উদাস চক্রবর্তী।




Be First to Comment