মুর্গাশোল মোড়ে রবিবার একটি রক্তদান শিবির। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: ডেমোক্র্যাটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া বা ডিওয়াইএফআইয়ের ১৯/১ শাখার উদ্যোগে আসানসোলের মুর্গাশোল মোড়ে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই রক্তদান শিবিরে অন্যদের মধ্যে ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। এই সম্পর্কে সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অতনু মুখোপাধ্যায় বলেন, এ দিন সংগঠনের পক্ষ থেকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সমাজের সকল শ্রেণি-বিভিন্ন পেশার মানুষ রক্তদান করছেন।
তিনি বলেন, “এই রক্তদান শিবিরের মাধ্যমে ডিওয়াইএফআই দেখাতে চায় যে তাদের সংগঠন শুধু রাজনৈতিক কাজে অগ্রণী ভূমিকা পালন করে না, সামাজিক কাজেও অগ্রণী ভূমিকা পালন করে। সমগ্র দেশ তথা পশ্চিমবঙ্গেও দুর্নীতি ছড়িয়ে পড়েছে ও সাম্প্রদায়িক সম্প্রীতি হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে এই ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।”
এ দিনের শিবির থেকে মোট ২২ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।
Be First to Comment