অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোলের হটন রোডে উদয়ন ক্লাব সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার আশিস ঘোষ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই শিবির থেকে ৩০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এই শিবিরে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি রক্তদাতাদের সার্টিফিকেট প্রদান করেন।
এই রক্তদান শিবিরে জিতেন্দ্র তেওয়ারি বলেন, রক্তদানের চেয়ে বড় দান আর কিছু নেই। আশিস ঘোষ স্মৃতি ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসনীয়।
এ ছাড়াও উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর। প্রবীরবাবু বলেন, একটি সংগঠনের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। বেশি বেশি মানুষকে রক্তদান করতে হবে। রক্তদানের চেয়ে বড় কোনো দান নেই। রক্তের কোনো জাত-পাত নেই। যে কেউ রক্ত দিতে পারেন।
প্রয়াত আশিস ঘোষের ছেলে ইন্দ্রনীল ঘোষ জানান, “আমার বাবা সর্বদা সক্রিয়ভাবে সমাজসেবামূলক কাজে অংশ নিতেন। তাই এদিন তার স্মরণে প্রথমবারের মতো এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী দিনে এই ধরনের আরো সামাজিক কাজ সংগঠনের পক্ষ থেকে করা হবে।”
Be First to Comment