রক্তদান শিবির। ছবি: প্রতিবেদক
সংবাদদাতা, আসানসোল: আসানসোল গোপালনগর ক্রিকেট ক্লাবের উদ্যোগে রবিবার ক্লাব প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এলাকার মানুষ উৎসাহের সঙ্গে রক্তদান শিবিরে অংশ নেন।
এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, গোপালনগর ক্রিকেট ক্লাবের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবির থেকে ৫০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, এই সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রক্তদানের চেয়ে বড় দান আর কিছু নেই। কারণ রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো যায়। তিনি সকলের কাছে রক্তদান করার আহ্বান জানান।
রক্তদান শিবিরে অমরনাথ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন এছাড়া অম্বিকা মুখোপাধ্যায়, সজল দাস, প্রবীর ধর, প্রদীপ সরকার, প্রদীপ দত্ত, সান্ত্বনা মণ্ডল, কাকলি দাস ও মালবিকা সরকার।
Be First to Comment