প্রবোধ দাস, পুরুলিয়া: রক্তের সংকট মেটাতে পুরুলিয়া জেলার আদ্রায় খড়গপুর জিআরপি জেলা ও আদ্রা ইএফ লাইনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজ, সোমবার।
আদ্রা কিশলয় বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় ৩২ জনের মতো জিআরপি-র আধিকারিক ও কর্মীরা রক্তদান করতে এগিয়ে আসেন।
এদিনের রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জিআরপি -র খড়গপুর জেলা পুলিশ সুপার দেবশ্রী সান্যাল ও ডেপুটি এসআরপি নবেন্দু দে-সহ জিআরপি -র অন্যান্য আধিকারিকেরা। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিক্যাল টিমের উপস্থিত এ দিনের এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়।

এদিনের এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে জিআরপি -র খড়গপুর জেলা পুলিশ সুপার দেবশ্রী সান্যাল বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রক্তের সংকট দূরীকরণে মূলত এই উদ্যোগ। একে অপরের প্রাণ বাঁচাতে এই রক্তদান শিবিরে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে একদিকে যেমন আমাদের শরীর সুস্থ থাকবে তেমনি অন্যদিকে অন্যকে জীবন দান করতে পারব”।




Be First to Comment