বার্নপুর : “ভ্যালেন্টাইন্স ডে” উপলক্ষে শুক্রবার সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার পুলিশ।
হিরাপুর থানা চত্বরে হওয়া এদিনের এই কর্মসূচিতে সহযোগীতা করেছে হিরাপুর থানা আরজি পার্টি ও লায়ন্স ক্লাব অফ আসানসোল। আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি (হিরাপুর) ঈপ্সিতা দত্ত ও হিরাপুর থানার ওসি তন্ময় রায়, থানার শক্তি বাহিনী সহ মোট ২৩ জন পুলিশ কর্মী এদিনের শিবিরে রক্তদান করেন। লায়ন্স ক্লাব অফ আসানসোলের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় ১০০ জনের চোখ পরীক্ষা করা হয়।
অনুষ্ঠানে সিআই (হিরাপুর) অশোক সিনহা মহাপাত্র, এএসআই অতনু নাগ, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর, হিরাপুর থানার আরজি পার্টি ও লায়ন্স ক্লাব আসানসোলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই প্রসঙ্গে পুলিশ আধিকারিকরা বলেন, এমন একটা দিনে রক্তদান শিবিরের আয়োজন করার উদ্দেশ্য হল মানুষের কাছে বার্তা দেওয়া। রক্ত যে কতটা জরুরি, তা বিপদে পড়লে মানুষেরা বুঝতে পারেন। বিশেষ করে করোনার সময় মানুষ এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন।
এ দিন উদ্যোক্তাদের তরফে রক্তদাতাদের ফুল ও সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি অতিথিদের গোলাপ ফুল দিয়ে সম্মান জানানো হয়।




Be First to Comment