চুরুলিয়ার বেসরকারি খোলা মুখ খনিতে বিক্ষোভ দেখাল বিজেপি। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জামুড়িয়া: স্থানীয়দের কাজের দাবি- সহ বিভিন্ন দাবির সমর্থনে জামুড়িয়া বিধানসভার চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, চুরুলিয়ার বেসরকারি খোলা মুখ খনিতে বিক্ষোভ দেখাল বিজেপি।
বিজেপি-র পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় জানান, “অজয় নদের অনেকটা অংশ খোলা মুখ খনি ভরাট করে দখল নিয়েছে। খোলা মুখ খনির কর্তৃপক্ষ এবং তৃণমূলের নেতাদের সহযোগিতায় এই নদীটি ভরাট করার চেষ্টা চালানো হচ্ছে । এছাড়াও ওভার লোডিং কয়লা পরিবহণের গাড়িতে রাস্তার বেহাল দশা হচ্ছে । রাস্তায় বেপরোয়া ভাবে কয়লার গাড়ি যাতায়াত করে, ফলে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা | এর জন্য দায়ী থাকবেন খোলা মুখ খনির কর্তৃপক্ষ।”
তিনি জানান, স্থানীয় বাসিন্দারা দূষণে ভুগছেন এবং তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে ব্লাস্টিংয়ের কারণে। অথচ তাঁদেরকে কাজে নিয়োগ না করে বহিরাগতদের কাজে নিয়োগ করা হচ্ছে। এ ব্যাপার নিয়ে স্থানীয় বাসিন্দারা বারংবার খনির কর্তৃপক্ষকে জানালেও কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেননি ।
তিনি আরও জানান, খোলা মুখ খনির কারণে জলের স্তর নিচে চলে যাওয়ায় এলাকার কুয়ো এবং টিউবওয়েল গুলিতে জল পাওয়া যাচ্ছে না। এইসমস্ত দাবি- সহ বিভিন্ন দাবির সমর্থনে খোলা মুখ খনিতে বিক্ষোভ বিজেপি |
এই সমস্ত দাবিগুলি সামনে রেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা খনির কর্তৃপক্ষের সঙ্গে একটি আলোচনায় বসার অনুরোধ জানালে, তাঁদের সঙ্গে খনি কর্তৃপক্ষ দুর্ব্যবহার করেন বলে অভিযোগ | এমন অভিযোগের প্রেক্ষিতে আজ খোলা মুখ খনিতে বিজেপি বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ এবং চুরুলিয়া ফাড়ির পুলিশ আসে। পুলিশ এসে বিক্ষোভকারীদের খোলা মুখ খনির অফিসে গিয়ে জানাতে বললে বিক্ষোভকারীরা যেতে রাজি হয়নি | ফলে পুলিশ কর্তৃপক্ষকে খোলা মুখ খনিতে এসে বিক্ষোভ কারীদের সাথে একটি আলোচনা করার
প্রস্তাব দেয় ।
পুলিশের হস্তক্ষেপে ঘন্টা খানেক পর খোলা মুখ খনির ম্যানেজার সঞ্জয় সরকার খনিতে এসে বিজেপির কর্মকর্তাদের সাথে একটি আলোচনায় বসেন। এই বিষয়ে বেসরকারি খনি কর্তৃপক্ষের তরফে তাদের কমার্শিয়াল ম্যানেজার সঞ্জয় সরকার জানান, গ্রামবাসী তাদের সম্পদ। তাদের অসুবিধাগুলো পুরণ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন। জলের স্তর নিচে নেমে গেছে, সাধারণ মানুষ প্রয়োজনীয় জল পাচ্ছেন না, ফলে এলাকায় জল সংকট দেখা দিচ্ছে | টিউবওয়েল গুলিতে জল না পেয়ে চরম জল সংকট দেখা দিয়েছে । এছাড়াও রাস্তাঘাট, বিদ্যুৎ সংযোগ, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামবাসীরা |
এই সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দেন কমার্শিয়াল ম্যানেজার সঞ্জয় সরকার।
Be First to Comment