অনলাইন কোলফিল্ড টাইমস : অন্ডাল থানা এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় একাধিক জায়গায় আক্রান্ত হয়েছেন একাধিক বিজেপি কর্মী। ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও, মেলেনি বিচার।
তাই শুক্রবার সেইসব ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুক্রবার অন্ডাল থানাতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারক লিপি দিল বিজেপি। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।
অন্ডাল থানার বহুলা, কাজোড়া সহ বেশ কয়েকটি জায়গায় শাসকদল তৃণমূল কংগ্রেসের লোকজনদের হাতে আক্রান্ত হয়েছেন দলের কর্মীরা বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। এই বিষয়ে থানাতে অভিযোগ দায়ের করা হয়েছিল।
পদ্ম শিবিরের অভিযোগ, অভিযুক্তরা যেহেতু শাসকদলের নেতা ও কর্মী তাই পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। নাম সহ এফআইআর করা সত্ত্বেও গ্রেফতার করা হয়নি কাউকে। সেই কারণেই আক্রান্তদের বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার অন্ডাল থানায় বিক্ষোভ দেখানো হয়েছে। বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে এদিন সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয় বিক্ষোভ । পরে দলের পক্ষ থেকে থানার ওসির হাতে দেওয়া হয় দাবি সম্বলিত স্মারকলিপি।
এই প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি বলেন, গোটা রাজ্যের মতো অন্ডাল থানা এলাকাতেও শাসক দলের কর্মীরা বিজেপি সহ বিরোধীদের উপর সন্ত্রাস চালাচ্ছে । সাম্প্রতিককালে অন্ডাল থানার কাজোড়া ও বহুলা এলাকায় আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা। থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অভিযুক্তরা যেহেতু শাসক দলের নেতা ও কর্মী তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ বলে অভিযোগ তার।
তিনি আরো বলেন, এদিন সবকিছু জানিয়ে থানায় স্মারক লিপি দিলাম । এরপরেও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলন করা হবে।
Be First to Comment