উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : বারুইপুর থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার রাতে বারুইপুর থানার রামনগরে একটি শীতলা মন্দিরে দুষ্কৃতী হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
শুক্রবার সকালে বিজেপির রাজ্য মুখপাত্র রাজশ্রী লাহিড়ী ঘটনাস্থলে গেলে বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদারের সামনে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। অভিযোগ জানাতে বারুইপুর থানায় গেলে তাঁকে বসিয়ে রাখা হয় বলে বিজেপির দাবি।
এরই প্রতিবাদে বিকেলে কুলপি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে।





Be First to Comment