উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : সুন্দরবনের কুলতলিতে এবার ম্যানগ্রোভ কাটার অভিযোগে গ্রেফতার বিজেপির কুলতলি-১ মণ্ডল সভাপতি তাপস বাগানি।
অভিযোগ, বিজেপির কুলতলি ১ নং মণ্ডল সভাপতি নিমানিয়া নদীর চরের ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরির করছিলেন।কুলতলি থানায় বন দফতর ও কুলতলির জালাবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন সরদার লিখিত অভিযোগ দায়ের করেন শনিবার।আর তাদের অভিযোগের ভিত্তিতে কুলতলি থানার পুলিশ তদন্তে নেমে বিজেপির মণ্ডল সভাপতি তাপস বাগানিকে গ্রেফতার করে কুলতলি থানায় নিয়ে যায় শনিবার রাতে।
ওই বিজেপি নেতার বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল, ম্যানগ্রোভ কাটাসহ একাধিক মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় কুলতলি থানার পুলিশ।এ দিকে বিজেপি নেতা গ্রেফতার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপাউতোর কুলতলিতে।

এ ব্যাপারে রবিবার বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদক অলোক হালদার বলেন, তাপস বাগানি তাঁর নিজের বাড়ি লাগোয়া একটা ঘর বানাচ্ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা করে তৃণমূল অভিযোগ দায়ের করে এবং পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। এটা করে রাজনৈতিক প্রতিহিংসা মেটাচ্ছে তৃণমূল।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, নদীর চরের জমি দখল করে গাছপালা নষ্ট করে বাড়ি তৈরি করছিলেন। সে জন্যই প্রশাসন তাঁদেরকে গ্রেফতার করেছে।এর সাথে তৃনমূল কংগ্রেসের কেউ জড়িত নয়।




Be First to Comment