পুড়ে ছাই যাবতীয় সামগ্রী। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পাণ্ডবেশ্বর: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই পাণ্ডবেশ্বরে শুরু হয়ে গেল রাজনৈতিক সংঘাত। শনিবার গভীর রাতে অন্ধকারে বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের ১৯ নম্বর বুথের জামাইপাড়ার এবিপিটে। বিজেপি মণ্ডল-১-এর মহিলা মোর্চার সাধারণ সম্পাদক রিনা ঠাকুরের গুমটি দোকানে আগুন লাগার ফলে পুড়ে ছাই হয়ে যায় যাবতীয় সামগ্রী।
রিনা ঠাকুর জানান, তিনি ছয় মাস আগে বিজেপিতে যোগদান করেছেন, তারপর থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে, বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দেওয়ার জন্য তাঁকে জোর করা হচ্ছিল। হুমকি দিয়ে বলা হচ্ছিল, তৃণমূলে যোগ না দিলে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে এবং তাঁকে প্রাণেও মেরে ফেলা হবে।
বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিনা ঠাকুরের এমন অভিযোগে তোলপাড় গোটা এলাকা । এটা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের কাজ বলে দাবি করছেন রিনাদেবী।
অন্য দিকে, এই ঘটনার প্রেক্ষিতে আতঙ্ক ছড়িয়েছে সারা এলাকায় জুড়ে। পাশাপশি প্রশাসনের কাছে দাবি এলাকায় যেন সিসি ক্যামেরা লাগানো হয়, তা হলে এলাকায় যে দুষ্কৃতীমূলক কাজগুলো হচ্ছে সেগুলো জানা যাবে এবং চিহ্নিত করা যাবে ।
এ ব্যাপারে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছেন। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই। তবে তিনি প্রশাসনকে বলবেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য।
Be First to Comment