জামুড়িয়া : জল প্রকল্প লাগোয়া অজয় নদ থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলা হচ্ছে। এমনই অভিযোগ পেয়ে সরজমিনে এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা তথা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র ও পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। জামুড়িয়ায় ব্যাপক উত্তেজনা।
বালি চোরাকারবারিদের দল-বল আক্রমণ ও হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে বিজেপির পতাকা নিয়ে যাওয়া দলের নেতা ও কর্মীদেরকে উদ্দেশ্য করে হামলাকারীরা বড় বড় পাথর ও বোল্ডার নিয়ে তেড়ে যায়।
জিতেন্দ্র তেওয়ারির নিরাপত্তা রক্ষী হিসেবে কেন্দ্রীয় বাহিনী থাকায় কোনও ক্ষতি হয়নি। তবে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। সংঘর্ষ হওয়ার পরিস্থিতি হয়। খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ এলাকায় গিয়ে দু’পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয়।
শুক্রবার সকালের এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া থানার অজয় নদের দরবারডাঙ্গা ঘাটের কাছে।

জানা গেছে, শুক্রবার সকাল প্রায় এগারোটা নাগাদ জামুরিয়ায় অজয় নদ লাগোয়া দরবারডাঙ্গা ঘাট পরিদর্শনে যান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তার সঙ্গে বেশ কয়েকজন বিজেপি নেতা ও কর্মী দলের পতাকা নিয়ে ছিলেন। সেই সময় বেশ কয়েকজন যুবক তাদেরকে ঘিরে ধরে। হাতে বড় বড় পাথর ও বোল্ডার নিয়ে তাদের উপর চড়াও হয়ে হামলা চালানোর চেষ্টা করে। এরফলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। ওই যুবকেরা জিতেন্দ্র তেওয়ারিকে উদ্দেশ্য করে “গো ব্যাক” স্লোগান দিতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ দুপক্ষকেই এলাকা থেকে সরিয়ে দেয়। এরপর জিতেন্দ্র তেওয়ারি ঘটনাস্থল ছেড়ে নন্ডী এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে চলে আসেন। পরে জিতেন্দ্র তেওয়ারি বলেন, ওই এলাকার দলের মন্ডল কমিটির সদস্যদের কাছ থেকে খবর পেয়েছিলাম, দরবারডাঙ্গায় অজয় নদ থেকে অবৈজ্ঞানিক ভাবে বালি তুলছে বালি মাফিয়ারা।
তিনি বলেন, এদিন গিয়ে দেখি মেশিন দিয়ে নদী থেকে বালি তোলা হচ্ছে। দরবারডাঙ্গায় যে জল প্রকল্প আছে, তার খুব কাছেই বালি তোলা হচ্ছে। সেই সময় কয়েকজন সেখানে আসে এবং আমার বিরুদ্ধে প্রতিবাদ করানোর জন্য পাঠানো হয়। তারা স্লোগান দেয়। ধাক্কাধাক্কিও করে।
জিতেন্দ্র তেওয়ারি দাবি করেন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি উত্তোলনের কারণে জামুড়িয়া এলাকায় এই গ্রীষ্মকালে জল সমস্যা তীব্রতর হতে পারে। সেটা দেখতেই নদী ঘাটে যাই। তবে তিনি এসবের জন্য কারোর বিরুদ্ধে কোনও সরাসরি অভিযোগ জানাতে চাননি। তারা বালি কারবারিদের পাঠানো লোক হতে পারে।
তিনি বলেন, এইসব লোকের জন্য শাসক দল তৃনমুল কংগ্রেস কিছু বলে কিনা দেখি। তাহলে বুঝতে পারবো, তারা কি চায়।
তবে জল সমস্যা হলে, তাতে যে বিজেপির লোকেরা ভুগবে এমনটা নয়। তৃনমূল কংগ্রেসের পরিবারের লোকেরাও তো জল পাবে না।
অন্যদিকে, শাসক দল তৃনমুল কংগ্রেসের তরফে এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। জামুড়িয়া থানার পুলিশের এক আধিকারিক বলেন, একটি রাজনৈতিক দলের পতাকা নিয়ে কয়েকজন ওই এলাকায় আসেন। তখন স্থানীয় বাসিন্দারা তাদের কাছে জানতে চান, কি কারণে তারা এসেছেন। তখন একটু গন্ডগোল হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে। কোন অভিযোগ দায়ের হয়নি।




Be First to Comment