কুলটি : সারা দেশ তথা বাংলার অন্যান্য জায়গার মত আসানসোলের কুলটির বেজডি কোলিয়ারি এলাকায় বৃহস্পতিবার সকালে যথাযথ মর্যাদার সঙ্গে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মজয়ন্তী পালন করা হল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।
এই অনুষ্ঠানে এলাকার বাসিন্দাদের সঙ্গে নেতাজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিজেপি নেতা। পরে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এলাকার ৫০০ জন মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।
এরপর বিজেপি নেতা বলেন, এলাকার বাসিন্দাদের সঙ্গে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হল। তার মতো বীর সেনানীর আদর্শ আমাদের সবার মেনে চলা উচিত।


প্রসঙ্গত, কুলটির বেজডি কোলিয়ারির চৌমাথা মোড়ে বছরের পর বছর অবহেলায় পড়েছিলো নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি। সংস্কারের অভাবে মূর্তি জরাজীর্ণ হয়ে পড়েছিল। সেই কথা এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানার পরে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ২০২৪ সালে সেই মূর্তির সংস্কার করেন। নতুন রুপের নেতাজীর মূর্তির ২০২৪ সালে ২৩ জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল। এই বছর সেই মূর্তির পাদদেশে ২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হল।




Be First to Comment