আহত বিজেপি কর্মীর সঙ্গে কথা বলছেন অগ্নিমিত্রা পাল । ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠল জয়নগর লোকসভা কেন্দ্রের অধীন বাসন্তী বিধানসভা এলাকা। এখানে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলল বিজেপি। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
জয়নগরে কান্ডারী নার্সিং হোমে এই ঘটনায় আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে মঙ্গলবার বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “গত শুক্রবার বাসন্তীর ঝড়খালি বাজারে বিজেপি প্রার্থী ডা. অশোক কান্ডারীর প্রচারের সময় বিজেপি কর্মীদের ওপর আচমকা হামলা চালায় তৃণমূল। এই ঘটনায় চারজন বিজেপি কর্মী আহত হন।”
তিনি আরও জানান, “শনিবার বাসন্তীর পুরন্দরপুর গ্রামে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে বিজেপির গত পঞ্চায়েতের প্রার্থী সুপ্রভা মজুমদার-সহ তিনজনকে মারধর করা হয়। তাঁদের দেখতে আমি জয়নগরে কান্ডারী নার্সিংহোমে আসি। ওদের দেখলাম। কথা বললাম।”
অগ্নিমিত্রার অভিযোগ, “বাসন্তীর তৃণমূল নেতা রাজা গাজীর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। আমরা এর বিচার চাই।” তবে তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন রাজা গাজী।
Be First to Comment