Press "Enter" to skip to content

ভোট প্রচারের মধ্যে বিজেপিতে যোগদান পুরুলিয়ায়

প্রবোধ দাস, পুরুলিয়া: “ঘাসফুল দেখতে সুন্দর হলেও এটি বিষাক্ত ফুল, তাই এই বিষাক্ত ফুলের হাত থেকে বাঁচতে হলে আমরা সকলে মিলে বিজেপির পক্ষ নিয়ে মোদীজিকে প্রধানমন্ত্রী করব, এই অঙ্গীকার বদ্ধ হয়ে আজ আমি এবং আরও দশটি পরিবারকে সঙ্গে নিয়ে যোগদান করলাম বিজেপিতে।” শুক্রবার বিজেপিতে যোগ দিয়ে এমনটাই বললেন রঙ্গিলাডি গ্রামের এক শিক্ষিকা মিনতি সিং।

তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেস মহিলাদের সুরক্ষা দিতে পারে না। দেড় হাজার অথবা হাজার টাকা দিয়ে বোকা বানাচ্ছে। আমরা চাই মহিলাদের সুরক্ষা। আর মহিলাদের সুরক্ষা দিতে একমাত্র দেশে বিজেপিকেই চাই। যে কারণে আমরা বিজেপতে যোগদান করলাম। মোদীজি একজন এমন ব্যক্তি যিনি পারেন দেশের বিকাশ ঘটাতে।”

এ দিন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো নির্বাচনী প্রচারে বেরিয়ে, কাশীপুর বিধানসভার ভেলাগড়া , হয়ে রঙ্গিলাডি গ্রামে পৌঁছান। সেখানে শিক্ষিকা মিনতি সিং-সহ তাঁর সঙ্গীরা বিজেপিতে যোগদান করলেন।

অন্য দিকে, প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “আমরা প্রচারে বেরিয়ে হাজার হাজার মানুষের জনসমর্থক ও উৎসাহ দেখে খুব ভালো লাগছে। এ বারও মোদীজি নিশ্চিত। দেশে ৪০০-র বেশি এবং বাংলায় ৩৫-এরও বেশি আসন নিয়ে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন।”

রাজ্য নেতা অজিত সিং সদ্দার বলেন, ঠআমরা নিশ্চিত পুরুলিয়াতে আবার বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়লাভ করবেন।ঠ উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা, মহিলা মোর্চার নেত্রী গৌরীশ্রী সরদার, জেলা সম্পাদক আব্দুল আলীম আনসারী-সহ অন্যরা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *