অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল ও জামুড়িয়া : রাম নবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের জামুড়িয়া শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার আসানসোলের জামুড়িয়া বিধানসভায় বিশাল মিছিল বের হয়।
এই মিছিলে উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া ও আসানসোল বিজেপি জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়।
একইভাবে রাম নবমী উপলক্ষ্যে বার্নপুরে এ দিন সন্ধ্যায় শোভাযাত্রা বেরোয়। এতে বার্নপুরের বিভিন্ন আখড়া কমিটির সদস্য ও সমাজের বিশিষ্টজনরা অংশ নেন।

অন্যদিকে ফতেপুর থেকে বেরোনো মিছিলে অংশ নেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ।
প্রসঙ্গত, আসানসোল শহরে শুক্রবার সন্ধ্যায় রাম নবমী উপলক্ষে বিভিন্ন আখড়া কমিটির শোভাযাত্রা বের হবে।




Be First to Comment