অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : রাম নবমী উপলক্ষে হওয়া মিছিলে বুধবার সকাল থেকেই বলতে গেলে গোটা রাজ্য জুড়ে বিজেপির প্রার্থী ও নেতাদেরকে অস্ত্র হাতে দেখা যাচ্ছে। আর এই প্রসঙ্গে এ দিন কিছুটা হলেও সাফাইয়ের সুর পাওয়া গেল আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়ার গলায়।
এ দিন সকালে রাম নবমীর মিছিলে অংশ নেওয়ার পরে দুপুরের দিকে আসানসোল দক্ষিণ বিধানসভার আসানসোলের ইসমাইলে বীর রামমোহন বন্দোপাধ্যায় রোডে ‘আমরা সবাই’ ক্লাবের বাসন্তী পুজোয় অংশ নেন বিজেপি প্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন দলের জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়-সহ অন্যরা। বিজেপি প্রার্থী পুজো দেন এবং প্রার্থনা করেন।
পরে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, বিজেপি নেতাদের রাম নবমীর মিছিলে অস্ত্র হাতে দেখা যাচ্ছে কেন? এর কারণ কী ? এর উত্তরে বিজেপি প্রার্থী বলেন, “দলের কেউ অস্ত্র হাতে নিয়েছে আমার কাছে এমন কোনও খবর নেই ।”

একইসঙ্গে তিনি বলেন, “তবে এটা ঠিক, অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ হয়েছিল। তখন দুই পক্ষের কাছে অস্ত্র ছিল। আর অসুর শক্তিকে বিনাশ করতে অস্ত্র তো লাগবেই। ফুঁ দিয়ে তো আর অসুর বধ করা যায় না।”
আলুওয়ালিয়া বলেন, রাম রাবণকে বধ করেছিলেন। সেখানে অস্ত্র লেগেছিল। আর এখন অসুরশক্তি বলতে তো পাচার, লুঠ, ব্যাভিচার, দুরাচার ও ধর্ষণকারীদের বোঝায়। এদের বধ করতে তো অস্ত্রই লাগবেই ।
তবে এইসব কিছু তিনি কাকে বলতে বা বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি আসানসোলের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া ।




Be First to Comment