প্রচার শুরু করে দিলেন জয়নগরের বিজেপি প্রার্থী। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি। আর তারই আগে বিজেপি সারাদেশের ১৯৫টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর অন্য রাজ্যের সঙ্গে এই রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে নদী মাতৃক সুন্দরবনের জয়নগর তফসিলি আসনে দ্বিতীয় বারের জন্য ডা. অশোক কান্ডারীর নাম ঘোষণা করেছে।
এই ঘোষণার সঙ্গে সঙ্গে বহু বিজেপি কর্মীর ডা. অশোক কান্ডারীর জয়নগরের নার্সিংহোমে এসে শুভেচ্ছা বিনিময় করে গেলেন। রবিবার সকালেই তিনি জয়নগরে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করে দিলেন।
এর পাশাপাশি ডা. অশোক কান্ডারী এ দিন জয়নগর থেকে নবদ্বীপ ও মায়াপুরে গিয়ে পুজো দিয়ে এলেন। গত ২০১৯ সালে তিনি এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডলের কাছে প্রায় তিন লক্ষ ভোটে পরাজিত হন তিনি। পেশায় অভিজ্ঞ সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞ। জয়নগর, কুলতলি-সহ আশেপাশের এলাকার পরিচিত ডাক্তারবাবু তিনি। সুখ দু:খে সবসময় মানুষের পাশে থেকে সেবা করেন তিনি।
রবিবার তিনি বলেন, “আমাকে দ্বিতীয় বারের জন্য মোদীজি বিবেচনা করার জন্য ধন্যবাদ। আমি চাই লোকসভায় গিয়ে পিছিয়ে পড়া সুন্দরবনের মানুষের জন্য আরও কাজ করতে। মানুষের আশীর্বাদ নিয়ে।”
Be First to Comment