অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, কুলটি : ৪৩ ডিগ্রির গরমে পুড়ছে গোটা আসানসোল শিল্পাঞ্চল। বুধবার মে দিবসের সকালে সেই তীব্র গরম ও দাবদাহকে উপেক্ষা করে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া হুড খোলা গাড়িতে চেপে প্রচার সারলেন।
কুলটি বিধানসভার অন্তর্গত বামনামোড় থেকে বড়িরা হয়ে লছমনপুর, চলবলপুর, নিয়ামতপুর ও সীতারামপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার সহ কুলটির নেতা, কর্মী ও সমর্থকেরা।
এই গরমের মধ্যে কিভাবে প্রচার করছেন ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া বলেন,
“গরমের মধ্যে যখন ভোট, তখন তো গরমের মধ্যেই প্রচার করতেই হবে। কিছু করার নেই। মেহনত তো করতে হবে।”

কিন্তু শরীর? এর উত্তরে এসএস আলুওয়ালিয়ার মন্তব্য, “চেহারা দেখে তো, কেউ বলবে না যে, না খেয়ে আছি।
সকালবেলায় ছাঁচ ( এক ধরনের পানীয়) খেয়ে বেরোই। নেতা ও কর্মীরাও খেয়ে বেরোন। দুপুরে একসঙ্গে বসে পাত পেড়ে খাই, ব্যাস ।”




Be First to Comment