Press "Enter" to skip to content

বিশাল মিছিল করে গিয়েও ফিরতে হয়েছিল কিছু ত্রুটি থাকায়, আজ আবার মনোনয়ন পত্র দাখিলে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার

বর্ধমান : বৃহস্পতিবার থেকে পূর্ব বর্ধমান জেলায় নির্বাচনী নোটিফিকেশন জারী হতেই প্রথম দিনে মনোনয়নপত্র দাখিল করতে যান বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার । তবে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের কাগজপত্রে কিছু ত্রুটি থাকায় এদিন তিনি মনোনয়নপত্র দাখিল করলেও শুক্রবারের মধ্যে সংশোধিত কাগজপত্র তাঁকে জমা দিতে বলা হয়েছে।বিজেপি সূত্রে খবর, আজ তিনি পুনরায় যাবেন মনোনয়নপত্র জমা করার জন্য ।

গতকাল রীতিমত বিশাল মিছিল করে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার গিয়েছিলেন মনোনয়ন পত্র দাখিল করতে। এই ঘটনায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হয়েছে কিনা তা খতিয়ে দেখছে জেলা প্রশাসন।অসীমবাবুর সঙ্গে মতুয়া সম্প্রদায়ের মানুষজন এদিন সিঙা ফুঁকে, ডঙ্কা বাজিয়ে কার্যত যুদ্ধের মহড়া দিতে দিতে যান । অত্যন্ত মজার মানুষ কবিয়াল অসীমবাবু কখনও নেচে, কখনও কবিগান গেয়ে, তো কখনও আবার মাটিতে বসে প্রণাম করে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন ।

আজ পুনরায় তা দেখা যেতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল ।এর পাশাপাশি এসইউসিআই-এর প্রার্থী নির্মল মাঝি এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এসইউিসিআই-এর প্রার্থী ডা. তসবিরুল ইসলাম মনোনয়নপত্র জমা করেন । বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা জেলাশাসক কে রাধিকা আইয়ার এবং বর্ধমান পূর্বের রির্টানিং অফিসার হিসাবে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অমিয় দাস এদিন মনোনয়নপত্র জমা নেন ।

আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। চতুর্থ দফায় ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। ২৬ এপ্রিল মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে এবং ২৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *