তুমুল বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানানোর জন্য বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী, অগ্নিমিত্রা পাল-সহ ৬ জন বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে পথ অবরোধের ডাক দেওয়া হয়। দুর্গাপুরে সিটি সেন্টার ডিএমসি মোড়ে পথ অবরোধ করা হয় | উপস্থিত ছিলেন বিজেপি জেলার চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বন্দ্যোপাধ্যায়, অভিজিত দত্ত-সহ মণ্ডলের একশোর বেশি বিজেপি কর্মী-সমর্থক |
দুর্গাপুরের সিটি সেন্টারে পুরসভা মোড়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা।
নেতৃত্ব দেন বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত প্রমুখ।
অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে চলে দফায় দফায় ধস্তাধস্তি। এই অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। পুলিশের মধ্যস্থতায় আধঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি।
প্রায় আধঘন্টা ধরে চলে অবরোধ। টায়ার জ্বালিয়ে অবরোধ চলে। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে চলে দফায় দফায় ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ হয় যান চলাচল। পুলিশের হস্তক্ষেপেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
Be First to Comment