কুলটি ( আসানসোল): রাজ্যে বিজেপির ১২ ঘণ্টা বাংলা বনধ সমর্থনে বুধবার সকাল থেকে বিজেপি নেতা, কর্মী ও সমর্থকেরা রাস্তায় নেমেছেন। রাস্তা অবরোধ করা থেকে বিক্ষোভ চলছে রাজ্য জুড়ে।
এদিন বেলার দিকে আসানসোলের বরাকরের বেগুনিয়া মোড়ে কুলটির বিজেপি বিধায়ক ডা. অজয় পোদ্দারকে গ্রেফতার করে কুলটি থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে কয়েকজন বিজেপি নেতা ও কর্মীকেও।
জানা গেছে, বরাকর স্টেশন থেকে একটি মিছিল করে আসছিলেন বিজেপি সমর্থকেরা। অন্যদিকে, অন্যদিকে উল্টো দিক থেকে আসছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। তারা মুখোমুখি আসতেই শুরু হয় স্লোগান দেওয়া। বিক্ষোভ দেখানো হয় দুই দলের নেতা ও কর্মীদের মধ্যে। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কুলটি ও বরাকর ফাঁড়ির পুলিশ আগে থেকেই সেখানে ছিল। পরিস্থিতি সামাল দিতে কুলটি বিজেপি বিধায়ককে গ্রেফতার করে কুলটি থানার পুলিশ।





Be First to Comment