অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: শনিবার রাজ্যের দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ঝাড়গ্রাম ও বীরভূমের প্রার্থী ঘোষণা করা হল। সবমিলিয়ে বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৪০টিতে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। কিন্তু রাজ্যের আরও দু’টি আসনে প্রার্থী ঘোষণা বাকি রইল।
আসন্ন লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম সংরক্ষিত আসনে বিজেপির হয় প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা হাসপাতালের ডাক্তার প্রণত টুডু । ঝাড়গ্রাম থেকে রাজ্যের শাসকদল প্রার্থী করেছে কালীপদ সোরেনকে।
অন্য দিকে, বীরভূম লোকসভা আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। তিনি তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে লড়বেন। উল্লেখযোগ্য ভাবে, এখনও আসানসোল, ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।
Be First to Comment