সালানপুর: রূপনারায়াণপুর বনদফতরের খাঁচায় বন্দি থাকা বেশ কয়েকটি বাদ্রি পাখির আকস্মিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, রানিগঞ্জ থেকে এই পাখিগুলো উদ্ধার করে বনদফতরে আনা হয়েছিল।
উদ্ধারের পর বেশ কয়েকটি পাখি বনদফতরের খাঁচায় রাখা হয়। তবে হঠাৎ করে তাদের মৃত্যু ঘটায় বিষয়টি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
আসানসোল (টি) রেঞ্জের আধিকারিক তমালিকা চাঁদ জানান, রানিগঞ্জ থেকে উদ্ধার করা বদ্রি পাখি এবং টিয়া পাখিদের মধ্যে বেশ কিছু পাখি শতাব্দী পার্ক ও গুঞ্জন পার্কে ছাড়া হয়েছিল। তবে কিছু পাখি মারা গেছে।
তিনি আরও জানান, মৃত পাখিগুলির ময়নাতদন্ত করা হবে। একই সঙ্গে বনদফতরে রাখা একটি বাঁদরও অসুস্থ হয়ে পড়েছে, যার চিকিৎসা চলছে।
এই ঘটনার প্রকৃত কারণ জানতে বনদপ্তর তদন্ত শুরু করেছে। পাখির মৃত্যুর কারণ এবং খাঁচায় তাদের রাখা সংক্রান্ত বিষয়ে নজরদারি চালানোর কথাও জানিয়েছেন আধিকারিকরা।
Be First to Comment