অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, বীরভূম: গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোর ৫টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কে সিউড়ি রিল্যাকস বারের কাছে দুটি মোটরসাইকেল-সহ ২০ কুইন্টাল কয়লা আটক করলেন জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-এর অফিসাররা ।
এই কয়লা পাচারের সঙ্গে যুক্ত একজন পালিয়ে গেলেও, অন্য জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে । ধৃতের নাম সাহিল খান, বাড়ি দুবরাজপুর থানার অন্তর্গত পারগোপালপুর গ্রামে ।
এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুর থানার অন্তর্গত গোপালপুর থেকে অবৈধ চোরাই কয়লা মোটর সাইকেল করে চন্দ্রপুর হয়ে আমোদপুর নিয়ে যাচ্ছিল কয়লা পাচারকারীরা ।

সেই বাজেয়াপ্ত করা কয়লা এবং ধৃতকে সিউড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে বলে জানা গেছে ।
সূত্রের খবর, সিউড়ি থানার পুলিশের নাকের ডগা দিয়ে এইভাবেই দীর্ঘদিন ধরে কয়লা পাচার কারবার চলে আসছে।




Be First to Comment