কুলটি: প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য শিল্পাঞ্চলে।
গাঁজা সহ পাঁচজন কে আটক করল কুলটি থানার পুলিশ, সঙ্গে আসানসোল গোয়েন্দা বিভাগ ।
ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার ডিসেরগড়ে। একটি পিকআপ ভ্যান সহ একটি গাড়ি আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং কুলটি থানার পুলিশ যৌথ ভাবে ডিসেরগড়ে সুভাষ সেতুর কাছে দুটি গাড়ি আটক করে।সেই আটক করা গাড়ি সার্চ করতেই দেখা যায়, পিকআপ ভ্যানে টমেটো ভর্তি আড়ালে গাঁজা পাচার করা হচ্ছিল।
অন্যদিকে আরেকটি চার চাকা গাড়ির ভেতরেও গাঁজা রাখা ছিল। দুটি গাড়ি থেকে প্রায় ২ কুইন্টাল গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


এত পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে কুলটি থানা পুলিশ এবং গোয়েন্দা বিভাগ।




Be First to Comment