প্রায় ১৮টি কাজের শিলান্যাস। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, সালানপুর: আবারও সালানপুর ব্লকে লোকসভা নির্বাচনের আগেই একগুচ্ছ নতুন কাজের শিল্যানাস করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়।
রিবার প্রায় ১৮টি কাজের ফিতে কেটে, নারকেল ফাটিয়ে শিল্যানাস করেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান এবং সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদ সদস্যা বেবি মণ্ডল, তৃণমূল নেতা ভোলা সিং-সহ আরও অনেকে।
এ দিন ব্লকে নতুন ৪টি রাস্তা, ৮টি সাব মার্শাল পাম্প, ১টি কমিউনিটি হল, ৪টি হাইমার্স লাইট সহ বোলকুন্ডায় একটি পার্কের শিল্যানাস করা হয়।
এ দিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ও নির্দেশমতো রাজ্য জুড়ে উন্নয়ন চলছে।
বিরোধীরা অবশ্য বলছেন, এই সবই হচ্ছে লোকসভা ভোটার দিকে নজর রেখে | সারা বছর উন্ননয়ের কোনো নাম গন্ধ থাকে না, ভোট এলেই মানুষকে বোকা বানাতেই এমন শিলান্যাসের ঘটনা ঘটে |
Be First to Comment