উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : আবাস যোজনার ঘরের সমীক্ষা করতে এসে এলাকার মানুষদের হাতে বিক্ষোভের মুখে পড়লেন বিডিও অফিসের আধিকারিকরা।
আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের বিডিও অফিসের বেশ কিছু আধিকারিক সোমবার অচিন্ত্য নগর দ্বীপে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের সমীক্ষা করতে যান। সেখানে স্থানীয় বেশ কিছু মানুষ তাদেরকে ঘিরে রেখে বিক্ষোভ দেখান।
বহুক্ষণ আটকে রাখেন ওই আধিকারিকদের।তাদের অভিযোগ যারা একবার বাড়ি পেয়ে গেছে তাদের নামে কেন বাড়ি হবে?যাদের বাড়ি আছে তাদের নামে কেন বাড়ি হবে? যে সমস্ত গরিব মানুষ যারা এখনো পর্যন্ত কোনো ঘর পায়নি মাটির বাড়িতে পলিথিন দিয়ে ঘিরে বসবাস করছে তাঁরা কেন বাড়ি পাবে না, কেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হল।
এদিন দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে মানুষদেরকে আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।
Be First to Comment