অনলাইন কোলফিল্ড সংবাদদাতা: বাথানবাড়ি প্রাইমার লিগে জয়ী রাইজিং স্টার ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বাথনবাড়ি মিলন সংঘ ক্লাবের পরিচালনায় বাথনবাড়ি করিমভাঙা ময়দানে অনুষ্ঠিত হয় প্রথম বর্ষের চারদিন ব্যাপী বাথানবাড়ি প্রাইমার লিগ ক্রিকেট টুর্নামেন্টের।
এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ গ্রহণ করেন। যার মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় রাইজিং স্টার বনাম আজ অনস্পাইটার ক্লাবের মধ্যে। যেখানে রাইজিং স্টারের দল জয়লাভ করে।
ফাইনালে জয়ী দলকে নগদ ১৫ হাজার টাকা এবং একটি কাপ এবং পরাজিত দলকে নগদ ১০হাজার টাকা এবং একটি কাপ দেওয়া হয়। এবং পাশাপাশি ক্লাবের তরফে বেশ কিছু স্থানীয় মহিলাকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।যেখানে খেলায় মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী, দেন্দুয়া পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাজি সহ আরো অনেকে।

এই খেলা প্রসঙ্গে মিলন সংঘ ক্লাবের তরফে কাঞ্চন লাহা, বিমল গোরাই, দেবাশিস হেমরম বলেন, সালানপুর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার খেলোয়াড়দের নিয়ে ৮টি দল গঠন করে।প্রথম বর্ষে বাথনবাড়ি প্রিমিয়াম লিগের আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য গ্রামাঞ্চলে যুবকরা খুবই প্রতিভাশীল তাদের প্রতিভাকে এগিয়ে নিয়ে আসা।




Be First to Comment