উদ্ধার হল প্রচুর রুপোর গহনা ও নগদ টাকা। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: এ বার পুলিশের তৎপরতায় উদ্ধার নগদ টাকা ও রুপোর গহনা। গয়নার দোকানের ডাকাতির তদন্তে নেমে বড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হল প্রচুর রুপোর গহনা ও নগদ টাকা। ধরা পড়েছে এক গহনা ব্যবসায়ী।
গত ২৫ জানুয়ারি বারুইপুরের ধপধপি এলাকায় একটি গয়নার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় ৩১ জানুয়ারি আজিজুল ঘরামি নামে গোসাবার বাসিন্দা একজনকে ধরে পুলিশ। তাকে জেরা করেই আরও একজনের খোঁজ মেলে। সোমবার তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায় সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতের নাম সৌম্যজিত মণ্ডল। তার বাড়ি জীবনতলা থানা এলাকায়। তার কাছ থেকে নগদ আশি হাজার টাকা ও কয়েক হাজার টাকার চুরি যাওয়া রুপোর গহনা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, জীবনতলা থানার সরবেড়িয়া এলাকায় গয়নার দোকান রয়েছে সৌম্যজিতের। সে চুরি যাওয়া গহনা কিনেছিল। আগেও তার বিরুদ্ধে চোরাই গহনা কেনার অভিযোগ রয়েছে। এ দিন ধৃতকে বারুইপুর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।পুলিশ সূত্রের খবর, ধৃত আজিজুলের বিরুদ্ধেও একাধিক থানায় বহু অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এলাকায় এক ডাকাতির মামলায় তার ১০ বছরের সাজাও হয়। করোনা পরিস্থিতিতে ছ’বছর পর ছাড়া পেয়ে আবার দুষ্কর্ম শুরু করেছে সে।
Be First to Comment