উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গড়িয়া : গড়িয়ায় অভিনব উপায়ে ব্যাঙ্কের সামনে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য।
গড়িয়ায় ব্যাঙ্কে ঢোকার মুখে লাথি মেরে ফেলে এক মহিলার ব্যাগ ছিনতাই করল দূস্কৃতী, চলল গুলিও! ধৃত এক।
শুক্রবার ভরদুপুরে অভিনব ছিনতাইয়ের ঘটনা ঘটল দ: ২৪ পরগনার গড়িয়া এলাকায়। চলল গুলিও। তবে এই ঘটনায় কেউ হতাহত না-হলেও চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা।এদিন গড়িয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যাচ্ছিলেন এক মহিলা। ঠিক ব্যাঙ্কে ঢোকার মুখে তাঁর ব্যাগ নিয়ে টানাহ্যাঁচড়া শুরু করে চার অচেনা যুবক। বাধা দিতেই তাঁকে লাথি মেরে ফেলে দিয়ে ব্যাগ কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে ওই চার জন। পথচলতি এক ব্যক্তি বাধা দিতে যেতেই চলে এক রাউন্ড গুলি।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুরে শ্যামলী চক্রবর্তী নামে এক মহিলা ব্যাঙ্কে যাচ্ছিলেন। গড়িয়ার মহামায়াতলার কাছে দুটি মোটরবাইক থেকে চার জন এসে শ্যামলী দেবীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে বলে অভিযোগ। তিনি বাধা দিতে গেলে আক্রান্ত হন। এর মধ্যে এক রাউন্ড গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। ইতিমধ্যে এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামলী চক্রবর্তী জানান, তাঁর ব্যাগের মধ্যে নগদ ৭০০ টাকা এবং দরকারি কিছু কাগজপত্র ছিল। শ্যামলী বলেন, ‘‘আমি ব্যাঙ্কে ঢুকতে যাচ্ছিলাম। আমাকে বন্দুক দেখিয়ে আমার ব্যাগ ছিনতাই করে নিয়ে আমাকে লাথি মেরে ফেলে দিয়ে পালায় চার জন। একটি গুলিও করে। এলাহাবাদ ব্যাঙ্কের সামনে এক জন ছিনতাইয়ে বাধা দিয়ে ছিলেন। তাঁকে লক্ষ্য করে একটি গুলি চালায় ওরা।’’
ইতিমধ্যে যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সূরজ শেখ। তার বাড়ি বজবজ এলাকায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ।আর দিনে দুপুরে এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।




Be First to Comment