আসানসোল : বেহাল রাস্তা। রয়েছে একটি খাটাল। তার দুর্গন্ধে এলাকায় ছড়াচ্ছে দূষণ। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ । অতিষ্ট বাসিন্দারা ।
এইসব কিছু নিয়ে অবিলম্বে একটা কিছু ব্যবস্থা নেওয়ার দাবিতে আসানসোল পুরনিগমের ৫৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বৃহস্পতিবার আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে এসে অভিযোগ করেন।
তাঁদের দাবি, ছিন্নমস্তা মন্দির এলাকার রাস্তাটি সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থা হয়েছে। এই বেহাল রাস্তার কারণে অনেক দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে স্কুলের পড়ুয়াদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এই রাস্তায় এত কাদা আর গর্ত হয়েছে যে প্রতিদিনই সেই গর্তে পড়ে দুর্ঘটনা ঘটছে। ওই রাস্তা দিয়ে রোগীদের নিয়ে যাতায়াত করা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এলাকার বাসিন্দারা আরও বলেন, এলাকায় একটি খাটাল রয়েছে। সেই খাটালের জন্য সর্বত্র গোবর ছড়িয়ে ছিটিয়ে থাকে। এরজন্য বর্ষাকালে এখানে পোকামাকড় জন্মায়। যা পরিবেশকে ক্ষতি করছে।
তাঁরা মেয়রের কাছে দরবার করে বলেন, “এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নিন ও আমাদের এই নারকীয় জীবন থেকে মুক্তি দিন”। দাবিগুলো নিয়ে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁদের আশ্বাস দিয়েছেন মেয়র বিধান উপাধ্যায়।




Be First to Comment