প্রবোধ দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর-১ ব্লকের আড়রা গ্রামে চলছে বাবা ধর্মরাজ মেলা। বহু ঐতিহ্যবাহী এই মেলায় এলাকার বিভিন্ন গ্রামের মানুষ সমবেত হয়ে বাবা ধর্মরাজের গাজন উৎসবকে জাঁকজমক পূর্ণ করে তোলে। তিন দিন ধরে চলে এই ধর্মরাজের মেলা।

এই মেলাকে ঘিরে নানান সংস্কৃতি অনুষ্ঠান, ছো নাচ, বাউল গান, নানা অনুষ্ঠান উপভোগ করে থাকেন এলাকার মানুষেরা। এখানে ভোক্তা ঘোরা হয়। এই বছর ১০০ জন ভোক্তা হয়েছে ।
মেলা কমিটির সদস্যরা জানায়, আড়রা, বড়বাগান কালি কেন্দ, জয়রামডি গ্রামের সদস্যরা এই পুজোয় অংশগ্রহণ করেন। এছাড়া আদ্রা রেল শহরের মানুষেরাও এই পুজো উপভোগ করে থাকেন।


কমিটির সদস্যরা জানান, “এই বাবা ধর্মরাজ বহু ঐতিহ্যপূর্ণ। আমাদের জন্মের আগে থেকেই। আমরা দেখে আসছি এই ধর্মরাজের পুজো। আমরা এই মেলাকে আরো সুন্দরভাবে পরিপূর্ণ রূপ দিয়ে মানুষের কাছে একটি দৃষ্টান্ত সৃষ্টি করতে মরিয়া। সমস্ত দর্শকবৃন্দদের কাছে আমাদের অনুরোধ আপনারা সকলে আসুন , মেলার আনন্দ উপভোগ করুন। নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দেন।”



Be First to Comment