নিমপীঠে আয়ুষ মেলা। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আয়ুষ শাখার উদ্যোগে জয়নগর-২ ব্লকের নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে তিনদিনের আয়ুষ মেলা শুরু হয়েছে বুধবার।
নিমপীঠ এলাকায় স্কুল পড়ুয়া, স্বাস্থ্য কর্মী ও সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে পদযাত্রার মধ্যে দিয়ে এই মেলার সূচনা হয়। এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, জয়নগর-২ বিডিও মনোজিত বসু, জয়নগর-২ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. বিপুল মজুমদার, জেলা আয়ুষ দফতরের আধিকারিক ডা. পুরঞ্জয় চৌধুরী, জয়নগর-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস মণ্ডল-সহ আরও অনেকে।
বাল্য বিবাহ বন্ধ, নারী পাচার বন্ধ-সহ একাধিক সচেতনতা মূলক বার্তা তুলে ধরা হয় এই মেলায়। মেলায় আযুষের প্রয়োজন কতটা আছে তা তুলে ধরা হয়। ফ্রি মেডিকেল শিবির, বসে আঁকো প্রতিযোগিতা-সহ একাধিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ধরনের মেলার মধ্যে দিয়ে রাজ্য সরকারের আয়ুষ দফতরের কাজের ব্যাখা তুলে ধরা হয়। বহু মানুষ এই মেলায় অংশ নেন।
Be First to Comment